উলুবেড়িয়ায় পানীয় জলের সমস্যা


নিজস্ব প্রতিনিধি,হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- হাওড়ার পর এবার উলুবেড়িয়া। জলের পাইপ লাইনে ফাটল দেখা দেওয়ায় বুধবার সকাল থেকেই পানীয় জলের সমস্যা দেখা দিল উলুবেড়িয়া পুরসভার একাধিক ওয়ার্ডে। পরিস্থিতি সামাল দিতে পুরসভার পক্ষ থেকে জলের ট্যাঙ্কের মাধ্যমে জল সরবরাহ করে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।


উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর মঙ্গলবার সন্ধ্যায় আচমকা উলুবেড়িয়া গরুহাটায় জলের পাইপ লাইনে ফাটল দেখা দেয়। রাতেই পুরসভার জল দপ্তরের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌছে জরুরী ভিত্তিতে পাইপ লাইন মেরামতের কাজ শুরু করে। বুধবার সকালে ঘটনাস্থলে যান পুরসভার চেয়ারম্যান অভয় দাস। এদিকে বুধবার সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডে জল না পৌছানোয় সমস্যায় পড়েন সাধারন মানুষ। পানীয় জলের সমস্যা মেটাতে পুরসভার পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে পানীয় জলের গাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়। উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস জানান জরুরী ভিত্তিতে পাইপ লাইন মেরামত করা হচ্ছে। ২/৩ টি ওয়ার্ডে পানীয় জলের একটু সমস্যা দেখা দিয়েছে। বুধবার সন্ধ্যার মধ্যে সমস্যা মিটে যাবে।

