বসন্ত উৎসবে সামিল বিধায়করা


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- শুক্রবার রাজ্য জুড়ে পালিত হল দোল উৎসব। এদিন আমতা বৈঠকী আড্ডার উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল। এদিন সকালে আমতা বালিকা বিদ্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বেরিয়ে আমতার বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এদিন শোভাযাত্রায় অংশ নিয়ে ধামসা মাদল থেকে খোল করতাল বাজিয়ে সকলের সঙ্গে আবির খেলায় মেতে ওঠেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজি। বিধায়ক নির্মল মাজি জানান এলাকারএকজন জনপ্রতিনিধি হিসাবে বসন্ত উৎসবেও সকলের সঙ্গে আনন্দ করলাম।


অন্যদিকে এদিন উলুবেড়িয়া পুরসভার প্রাঙ্গনে উলুবেড়িয়া পুরসভা আয়োজিত এই বসন্ত উৎসবে সকলের সঙ্গে রঙের উৎসবে সামিল হন বিধায়ক বিদেশ বসু ও উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ অন্যান্যরা।
