বৃন্দাবনপুর থেকে কালনাগিনী সাপ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- বাড়ির ভিতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার হল। জানা গেছে শুক্রবার বিকালে রাজাপুর থানার বৃন্দাবনপুরের বাসিন্দা অমিয় রঞ্জিত ও রেবতী দাস বাড়ির ভিতরে একটি কালনাগিনী সাপ দেখতে পান। রেবতী দাস পরিবেশকর্মী দেবাশীষ সাঁতরাকে বিষয়টি জানান। এরপর দেবাশীষ বন দপ্তরের অনুমতি নিয়ে চিত্র শিল্পী কৈলাস পুরকাইতকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে কালনাগিনী সাপটিকে উদ্ধার করে অন্যত্র একটি নিরাপদ জায়গায় ছেড়ে দেন। প্রসঙ্গত গত বছরের আগস্ট মাসে বানীবন এলাকার একটি নির্মীয়মান বাড়ি থেকে এইরকম একটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছিল।