উলুবেড়িয়া পুরসভা এলাকায় নতুন তিনটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- বৃহস্পতিবার উলুবেড়িয়া পুরসভা এলাকায় নতুন তিনটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হল। এদিন উলুবেড়িয়া পুরসভার ১৯ নং ওয়ার্ডের জগৎপুরে, ২৭ নং ওয়ার্ডের নোনা রামকৃষ্ণ সারদা আশ্রমের কাছে এবং ৩০ নং ওয়ার্ডের যদুরবেড়িয়ায় তিনটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হল। এদিন সুস্বাস্থ্য কেন্দ্রগুলি উদ্বোধন করেন উলবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ অন্যান্যরা।


উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর এক একটি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরী করতে খরচ হয়েছে ৬৬ লক্ষ টাকা। পুরসভা এলাকায় মোট ১৯টি নতুন সুস্বাস্থ্য কেন্দ্র তৈরী করা হবে। এখনোও পর্যন্ত ৪টি তৈরী করা হয়েছে। আরোও ১৫টি তৈরী করা হবে।

