উলুবেড়িয়া ষ্টেডিয়ামে সম্প্রীতি কাপ ফুটবল প্রতিযোগিতা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- হাওড়া গ্রামীন জেলা পুলিশের উদ্যেগে অনুষ্ঠিত হচ্ছে সম্প্রীতি কাপ ফুটবল প্রতিযোগিতা। সেইরকম বৃহস্পতিবার বিকালে উলুবেড়িয়া ষ্টেডিয়ামে এই ফুটবল প্রতিযোগিতার ফাইনালে নজরুল সংঘ ১-০ গোলে মেরিনা ক্লাবকে পরাজিত করে।
এদিনের এই ফাইনাল খেলায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার এসডিপিও শুভম যাদব, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান, উলুবেড়িয়া থানার আইসি সঞ্জয় দে সহ অন্যান্যরা।