বাগনান ও আমতা থেকে কচ্ছপ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- বাগনান ও আমতা থেকে উদ্ধার হল বিলুপ্ত প্রায় ৯ কেজি ও ৪ কেজির দুটি বিশালাকার ময়ূরী কাছিম। জানা গেছে সোমবার সকালে বাগনান বৈদ্যনাথপুর গ্রামের স্কুল পড়ুয়া অঙ্কিতা পাঁজা স্কুলে যাওয়ার সময় বাড়ির জানালা দিয়ে লক্ষ্য করে একটি বিশালাকার ৯ কেজি ওজনের কাছিম পাশের ডোবা থেকে উঠে রাস্তা পার হচ্ছে। এরপরেই অঙ্কিতা ও তার মা কাছিমটিকে বাড়ি নিয়ে আসেন।
পরে পরিবেশকর্মী সুমন্ত দাস, রঘুনাথ মান্না, ঝিন্দন প্রধান ও চিত্রক প্রামানিক ঘটনাস্থলে পৌছে কাছিমটিকে বৈদ্যনাথপুর গ্রামের একটি জলাশয়ে ছেড়ে দেয়।অন্যদিকে এদিন আমতার গাজীপুর গ্রাম থেকে উদ্ধার হওয়া একটি ৪ কেজি ওজনের কাছিমকে এলাকার জলাশয়ে ছেড়ে দেয় পরিবেশকর্মীরা।