সম্প্রসারন হচ্ছে উলুবেড়িয়া শহরের ওটি রোড
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- উলুবেড়িয়া শহরের ওটি রোড এবার সম্প্রসারনের কাজে হাত দিচ্ছে পূর্ত দপ্তর। উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর মঙ্গলবার থেকেই রাস্তা সম্প্রসারনের কাজ শুরু হবে। উলুবেড়িয়া কৈজুড়ি থেকে জেটিঘাট পর্যন্ত ৪.১ কিলোমিটার রাস্তা সম্প্রসারনে খরচ হবে সাড়ে ৪ কোটি টাকা। পুরসভা সূত্রে খবর ওটি রোড ৭ মিটার চওড়া ছাড়াও রাস্তার দুই পাশে ৪ ফুট করে ফুটপাত থাকবে। দীর্ঘ এই রাস্তা সুদৃশ্য আলোয় সাজিয়ে তোলা হবে।
উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস ও ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান জানান রাজ্য সরকারের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়ের উদ্যোগে ওটি রোড সম্প্রসারন করা হচ্ছে। প্রথম পর্যায়ে কৈজুড়ি থেকে গরুহাটা পর্যন্ত হবে। পরবর্তী পর্যায়ে গরুহাটা মোড় থেকে জেটিঘাট পর্যন্ত রাস্তা সম্প্রসারন হবে। ওটি রোড সম্প্রসারন করা ছাড়াও পথচারীদের যাতায়াতের সুবিধার্থে রাস্তার দুইপাশে ফুটপাত নির্মাণ করে রেলিং দিয়ে ঘিরে দেওয়া হবে।