বাউড়িয়া খাসখামার মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে কংগ্রেস তৃনমূলের জোটের জয়
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বাউড়িয়া খাসখামার হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে ৬টি আসনে বিনা প্রতিদ্বন্দিতায় কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস জোট প্রার্থীরা জয়লাভ করল। কংগ্রেস ১টি ও তৃণমূল কংগ্রেস ৫টি আসনে জয়ী হয়েছে।
আগামী ১৫ ডিসেম্বর এই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন। মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্বাচনে কংগ্রেস ১টি ও তৃণমূল কংগ্রেস ৫টি আসনে মনোনয়নপত্র জমা দিলেও সিপিএম কোন আসনে মনোনয়ন জমা দিতে পারেনি। ফলে স্বাভাবিকভাবেইএদিন বিনা প্রতিদ্বন্দিতায় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হন। খাসখামার হাই মাদ্রাসার এই জয় প্রসঙ্গে হাওড়া গ্রামীন জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অভয় দাস জানান শুধুমাত্র উন্নয়নকে সামনে রেখে আমরা একসঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলাম।