শ্যামপুরে তৃণমূলের জনসভায় মন্ত্রী পুলক রায়

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপর- মাস খানেক আগে গোষ্ঠী সংঘর্ষে অশান্ত হয়েছিল শ্যামপুর। আর শ্যামপুরের সেই দিনের অশান্তির সমস্ত দায় বহিরাগতদের কাঁধেই চাপালেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। রবিবার বিকেলে শ্যামপুর ফুটবল মাঠে আয়োজিত এক জনসভা থেকে এই দাবি করেন মন্ত্রী পুলক রায়।  বিজেপির ক্রমাগত কুৎসা, অপপ্রচার ও সাম্প্রদায়িক উস্কানির প্রতিবাদে এদিন শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের ডাকে শ্যামপুর ফুটবল মাঠে এক জনসভার আয়োজন করা হয়েছিল। আর সেই জনসভা থেকেই এই কথা বলেন মন্ত্রী পুলক রায়।

এদিন মন্ত্রী বলেন শ্যামপুরের ঘটনায় শ্যামপুরের মানুষ জড়িত নয়। বহিরাগত অশুভ শক্তি শ্যামপুরকে অশান্ত করার চক্রান্ত করেছিল। শ্যামপুরের মানুষ সেই ফাঁদে পা দেননি। এদিন মন্ত্রী পুলক রায় শ্যামপুরের মানুষকে এইভাবে সজাগ ও সচেতন হওয়ার আহবান জানান। এদিন তিনি বলেন মানুষের দ্বারা বঞ্চিতরা যাতে কোনভাবেই শ্যামপুরে অশান্তি সৃষ্টি করতে না পেরে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এদিন মন্ত্রী পুলক রায় বলেন রাজ্যে মা মাটি মানুষের সরকারের আমলে উলুবেড়িয়া মহকুমায় অনেক উন্নতি হয়েছে। শ্যামপুরে শতাধিক পিচ রাস্তা হয়েছে। সহস্রাধিক ঢালাই রাস্তা হয়েছে। বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌছে দেওয়ার লক্ষ্যে পাইপ লাইন পাতার কাজ চলছে। আগামী বছরের মধ্যে শ্যামপুরের প্রতিটি বাড়িতে পানীয় জল পৌছে যাবে বলে জানান মন্ত্রী পুলক রায়। এদিনের এই প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক কালীপদ মন্ডল, বিধায়ক অরুনাভ সেন, বিধায়ক সুকান্ত পাল, হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য্য , জেলা পরিষদের কর্মাধক্ষ্য জুলফিকার আলি মোল্লা সহ অন্যান্যরা। 


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *