উলুবেড়িয়া জেলেপাড়া ব্রীজের কাছে দুর্ঘটনার কবলে ইসকনের গাড়ি
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- প্রচারের উদ্দ্যেশে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল ইসকনের একটি ছোট গাড়ি। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে ১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়া জেলেপাড়া ব্রীজের কাছে। জানা গেছে এদিন নদীয়ার মায়াপুর থেকে একটি ছোট চারচাকা গাড়িতে করে তিনজন সন্ন্যাসী প্রচারের জন্য পূর্ব মেদিনীপুরের উদ্দ্যেশে যাচ্ছিল। দুপুর দেড়টা নাগাদ জেলেপাড়া ব্রীজ পার হওয়ার সময় একটি ট্রেলার পিছনদিক থেকে ছোট চারচাকা গাড়িটিকে ধাক্কা মারে। দুর্ঘটনায় গাড়িটির মুখ কলকাতার দিকে ঘুরে যায়। গাড়িটির বাম দিকের অংশ দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে থাকা এক সন্ন্যাসী সামান্য হয়। তাকে উলুবেড়িয়া ইএস আই হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।