৫ নভেম্বর খুলছে চেঙ্গাইলের ল্যাডলো জুট মিল
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- শ্রমিক অসন্তোষের কারনে দুর্গা পুজোর আগে চেঙ্গাইলের ল্যাডলো জুট মিল বন্ধ হয়ে গিয়েছিল। যদিও পরবর্তী সময়ে বৈঠকে শ্রমিকদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও মিল খোলা নিয়ে কোন সিদ্ধান্ত নিতে পারেনি মিল কর্তৃপক্ষ। অবশেষে বুধবার ত্রিপাক্ষিক বৈঠকে মিল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসন সূত্রে খবর আগামী ৫ নভেম্বর থেকে ল্যাডলো জুট মিলে পুনরায় স্বাভাবিক কাজকর্ম শুরু হবে।
উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস জানান মিল বন্ধের পর থেকেই রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় মিল খোলার ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন। আজ সেই উদ্যোগ বাস্তবায়িত হল। অন্যদিকে মিল খোলার খবরে খুশী শ্রমিকরা। প্রসঙ্গত গত ২৭ সেপ্টেম্বর পুজোর বোনাস নিয়ে শ্রমিক অসন্তোষের কারণে মিল কর্তৃপক্ষ মিল সাশপেনশন অফ ওয়ার্ক ঘোষণা করে।