নাবঘড়া সার্বজনীন দুর্গা পুজো মন্ডপে ঢুকে গেল ট্রেলার
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, সাঁকরাইল- মহালয়ার দিন রাতে নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী ট্রেলার ঢুকে পড়ল সাঁকরাইল থানার নাবঘড়া সার্বজনীন দুর্গা পুজো মন্ডপে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুজো মন্ডপের একাংশ। জানা গেছে বুধবার রাত সাড়ে ১১ টা নাগাদ স্টোনচিপ বোঝাই একটি ট্রেলার রানীহাটি মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুজো মন্ডপে ঢুকে পড়ে। পুজো মন্ডপের একাংশ ভেঙে যায়। ঘটনায় এলাকায় সাময়িক উত্তজেনা ছড়ায়। পরে সাঁকরাইল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
নাবঘড়া রাজার বাগান ক্লাবের সহ সভাপতি টিঙ্কু ধারা জানান ট্রেলারের ধাক্কায় পুজো মন্ডপের একটা অংশের ক্ষতি হয়েছে। চতূর্থীর দিন মন্ডপ উদ্বোধন হওয়ার কথা থাকায় বৃহস্পতিবার সকাল থেকেই মন্ডপ মেরামতের কাজ শুরু করা হয়েছে। তিনি জানান দূর্ঘটনার কারনে পুজোর বাজেট অনেকটাই বৃদ্ধি পেল। তার মতে মায়ের অশেষ কৃপা থাকায় বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে।