মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উলুবেড়িয় নোনা এ্যাথালেটিক ক্লাবের পুজোর উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- বুধবার পিতৃপক্ষের শেষে দেবী পক্ষের সূচনা হল। এদিন ভোরে গঙ্গার ঘাটে ঘাটে পিতৃপুরুষদের উদ্দ্যেশে তর্পন সারেন অনেকে। আর মহালয়ার দিনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাত দিয়ে একাধিক পুজো উদ্বোধন হল রাজ্যে। কার্যত মহালয়ার দিন থেকেই শারোদৎসবের আঙিনায় পা রাখল উৎসব প্রিয় বাঙালী।
এদিন রাজ্যের একাধিক পুজোর উদ্বোধনের পাশাপাশি উলুবেড়িয়া মহকুমার ৭টি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী উলুবেড়িয়া নোনা এ্যাথালেটিক ক্লাবের মহিলা পরিচালিত পুজোর পাশাপাশি উলুবেড়িয়া আশা ভবন সেন্টারের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পুজোর ও উদ্বোধন করেন। এদিন নোনা এ্যাথালেটিক ক্লাবের পুজো উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীন জেলা পুলিস সুপার স্বাতী ভাঙ্গালিয়া , বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মন্ডল সহ অন্যান্যরা।