রেনবো হাসপাতালে এক মাসের শিশুর বিরল অস্ত্রপ্রচার

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- এক মাসের শিশুর বিরল টেস্টিকিউলার টরশন (অন্ডকোষের শিরা পেঁচিয়ে যাওয়া) অস্ত্রপচার হল উলুবেড়িয়া গঙ্গারামপুরের রেনবো হাসপাতালে। সম্প্রতি এই অপারেশন হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে খবর বর্তমানে শিশুটি সুস্থ আছে। চিকিৎসককের মতে চার হাজারের মধ্যে একজন শিশুর এই রোগ হয়। রোগী আসার কয়েক ঘন্টার মধ্যে এই অস্ত্রপ্রচার করা হয়েছে। নাহলে জীবন সংশয় হতে পারত। 

 হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা ওই দম্পতি তাদের একমাসের পুত্র সন্তানকে নিয়ে ফুলেশ্বরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। হঠাৎই শিশুটি প্রচন্ড কাঁদতে থাকে। পরিবারের লোকেরা তাকে রেনবো হাসপাতালে। নিয়ে আসেন। এখানে শিশুরোগ বিশেষজ্ঞ শুভময় করণ শিশুটির আল্টাসোনোগ্রাফি করলে বোঝা যায় টেস্টিকিউলার টরশন হয়েছে। দ্রুত ডাকা হয় শিশু সার্জেন তনুশ্রী কুন্ডুকে। তিনি অপারেশনের উদ্যোগ নেন। ডাকা হয় অ্যানাস্থেসিস্ট রাজদ্বীপ কোলেকে। এরপর অপারেশন করা হয়। তনুশ্রী কুন্ডু বলেন সাধারণত ১২ – ১৮ বছর বয়সের ছেলেদের মধ্যে এই বিষয়টি দেখা যায়। কিন্তু এক মাসের শিশুর টেস্টিকিউলার টরশন বিরল রোগ। সাধারণত ছয় ঘন্টার মধ্যেই অপারেশন করতে হয়। দেরী হলে জীবন সংশয় হতে পারত। তিনি জানান শিরা পেঁচিয়ে যাওয়া অন্ডকোষটি কেটে বাদ দেওয়া হয়। কারণ এটি সংক্রমিত হয়েছে গিয়েছিল। তিনি জানান শীঘ্রই শিশুটিকে ছেড়ে দেওয়া হবে। বর্তমানে শিশুটির একটি অন্ডকোষ রয়েছে। পরবর্তীকালে সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। রেনবো হাসপাতালের অধিকর্তা আজিজুর রহমান চিকিৎসকদেরকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *