আমতা ২ নং ব্লকের বন্যা পরিস্থিতির অবনতি
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- শুক্রবার উদয়নারায়নপুরের বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও বৃহস্পতিবার রাত থেকে আমতা ২ নং ব্লকের বন্যা পরিস্থিতি আরোও অবনতি হয়েছে। নতুন করে আরোও একাধিক গ্রাম পঞ্চায়েত প্লাবিত হয়েছে। রাস্তাঘাট থেকে ঘরবাড়ি সব জলমগ্ন হওয়ায় সাধারন মানুষের দূর্ভোগ আরোও বৃদ্ধি পেয়েছে।
জেলা প্রশাসন সূত্রে খবর বন্যা কবলিত জেলার ৬ টি ব্লকের ১৫৩টি ত্রান শিবিরে ১৪ হাজার মানুষকে সরিয়ে আনা হয়েছে। দূর্গত এলাকায় পর্যাপ্ত ত্রান সামগ্রী পাঠানো হয়েছে। এদিকে বৃহস্পতিবার রাত থেকে আমতা ২ নং ব্লকের বন্যা পরিস্থিতি আরোও অবনতি হয়েছে। নতুন করে একাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ঝিকিরা আমতা রাস্তায় জলমগ্ন হয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
জয়পুরের অমরাগড়ি বিবিধর গ্রামীন হাসপাতাল চত্বর জলমগ্ম হয়ে পড়েছে। আমতার বিধায়ক সুকান্ত পাল জানান এখনোও পর্যন্ত আমতা ২ নং ব্লকের ৯ টি গ্রাম পঞ্চায়েতের ৫৫টিগ্রামের ১৩০টি সংসদের ২ লক্ষ মানুষ বন্যার কবলে পড়েছে। ব্লকের ২৪টি ত্রান শিবিরে ৫ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। আমরা দূর্গত এলাকায় পর্যাপ্ত ত্রান সামগ্রী পাঠাচ্ছি।