দেউলটি ষ্টেশন কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে করার দাবি
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, দেউলটি- রবিবার ছিল অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। আর কথা শিল্পীর জন্মদিনে দক্ষিন পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখার দেউলটি ষ্টেশনটিকে শরৎচন্দ্র চট্টোপাধ্যয়ের নামে করার দাবি উঠল। রবিবার স্বজন নামে একটি সংস্থার পক্ষ থেকে এই দাবি তোলা হয়। এদিন এই দাবিতে সামতাবেড়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় একাধিক মানুষ পা মেলান। স্বজনের সম্পাদক চন্দ্রনাধ বসু জানান আমরা দীর্ঘদিন ধরে দেউলটি ষ্টেশনের নাম পরিবর্তন করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নামে করার দাবি জানাচ্ছি। যদিও ভারতীয় রেল এই বাঙালী সাহিত্যিককে সম্মান দিচ্ছেনা। যতদিন পর্যন্ত না দেউলটি ষ্টেশনের নাম পরিবর্তন হচ্ছে ততদিন পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে জানান চন্দ্রনাথ বসু্।