উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে হাওড়া গ্রামীন জেলা পুলিশের “প্রত্যাশা” কর্মসূচী

Spread the love

নিজস্ব প্রতিনিধি ,হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- সমাজকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে মহিলা পুলিশ কর্মীদের বড় দায়িত্ব আছে। তাই সমাজকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে মহিলা পুলিশ কর্মীদের নিজের সুরক্ষা এবং নিজের মানসিক দৃঢ়তার উপর আরো সচেতন হওয়ার আহ্বান জানালেন হাওড়া গ্রামীণ জেলার পুলিশ সুপার স্বাতী ভাঙালিয়া। শুক্রবার উলুবেড়িয়ার রবীন্দ্র ভবনে হাওড়া গ্রামীন জেলা পুলিশের মহিলা পুলিশ কর্মচারীদের কর্মজীবনে নিরাপত্তা ও সুস্বাস্থ্যের লক্ষ্যে আয়োজিত “প্রত্যাশা” শীর্ষক অনুষ্ঠানে যোগ দিতে এসে এই আহ্বান জানান পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া। পাশাপাশি কর্মস্থল, পরিবার সহ বিভিন্ন জায়গায় এই সচেতনতার ব্যবহারিক প্রয়োগ ঘটাতে পরামর্শ ও দেন তিনি।

              এদিন তিনি বলেন অপছন্দনীয় জিনিসের ক্ষেত্রে না বলতে হবে। সহকর্মীদের ব্যবহারের ক্ষেত্রেও সেটাকে সরাসরি না বলতে হবে। তবে পারিবারিক ক্ষেত্রেও সেটা স্বামী হোক বা অন্য কেউ হোক তাদেরকেও সুন্দরভাবে বুঝিয়ে সেটাতে ” না ” বলাতে হবে। এইভাবে ব্যক্তিত্ব গড়ে তুললে তবেই সমাজের সুরক্ষার ক্ষেত্রেও গুরুদায়িত্ব আরো বেশি পালন করা যাবে। এদিন তিনি আরও বলেন কাজ নিয়ে বেশি ভাববেন না। যে কাজটা করেছেন ভাববেন এটাই যথেষ্ট করা হয়েছে। এটা ভাববেন না যে এটা পারা গেল না, ওটা করা হল না। এইসব নানা কিছু নিয়ে অযথা ভাববেন না। বরং প্রত্যেক দিনের কাজ নিয়ে সন্তুষ্ট থাকবেন। না হলে বেশি চিন্তার কারণেই নানা রোগের সৃষ্টি হয়। বর্তমান মহিলাদের শারীরিক সমস্যা বাড়ছে। এক্ষেত্রে নিজেদের খেয়াল নিজেদের রাখতে হবে। মহিলা পুলিশ কর্মীদের কর্মক্ষেত্রে আরো সুরক্ষারও ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে বলেও জানান পুলিশ সুপার জানান। স্বাতী ভাঙ্গালিয়া বলেন আমরা আমাদের ইউনিটের অনেক জায়গায় আলাদা শৌচালয় করেছি। আলাদা ব্যারাক করার চেষ্টা করা হচ্ছে। কয়েক জায়গায় আলাদা ব্যারাক করে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *