হাওড়ার স্কুলে বাঘরোল নিয়ে সচেতনতা কর্মসূচী
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, হাওড়া- স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও সাধারণ মানুষ কে পশ্চিমবঙ্গের রাজ্য প্রানী মেছোবিড়াল বা বাঘরোল সর্ম্পকে আরও বেশি করে পরিচয় করানো ও তাদের রক্ষা করার জন্য এক অভিনব উদ্যোগ নিয়েছে কিছু স্বেচ্ছাসেবী সংস্থা। সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ, প্রকৃতি সংসদ, ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া, আই ফর নেচার এবং সেভ ট্রি সেভ লাইফ এর মিলিত উদ্যোগে শুরু হয়েছে “জলাভূমি বাঁচাও , মেছোবিড়াল বাঁচাও”, অর্থাৎ “সেভ ওয়েটল্যান্ড সেভ ফিশিং ক্যাট” ক্যাম্পেন কর্মসূচি।
সূত্রের খবর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন স্কুল কলেজে এই কর্মসূচি পালন করা হবে। কয়েকদিন আগেই পরিচালক কৌশিক মুখোপাধ্যায় ও শুভজিৎ মাইতির তৈরি করা বাঘরোল কে নিয়ে তথ্যচিত্র “ফিশিং ক্যাট, দা প্রাইড অফ বেঙ্গল” মুক্তি পেয়েছে। কর্মসূচীতে সমস্ত স্কুলে সেই তথ্যচিত্র দেখিয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে রাজ্য প্রানী মেছোবিড়াল কে নিয়ে সচেতনতা বৃদ্ধি করা ছাড়াও ছাত্র ছাত্রীদের মধ্যে জীববৈচিত্র্য নিয়ে অঙ্কন প্রতিযোগিতা ও ক্যুইজের মাধ্যমে প্রশ্নোত্তর পর্ব ও আয়োজন করা হচ্ছে।
শুক্রবার এই দীর্ঘ সচেতনতার প্রথম প্রচার কর্মসূচি পালন করা হলো হাওড়া বালি বঙ্গ শিশু বালিকা বিদ্যালয়ে। ছাত্রীদের ও শিক্ষিকাদের মধ্যে উৎসাহ ছিলো দেখার মতো। ছাত্রীদের মেছোবিড়াল ও জীববৈচিত্র্য নিয়ে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। অঙ্কন প্রতিযোগিতায় স্থানাধিকারীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত থাকছেন পরিবেশ কর্মী কৌশিক মুখোপাধ্যায়, শুভজিৎ মাইতি, চিত্রক প্রামানিক এবং অনিকেত মুখার্জী। হাওড়া জেলার আরও কয়েকটি স্কুল কলেজে এই কর্মসূচি পালন করা হবে।