জয়পুরে শুরু দ্বিতীয় গ্রামীন বইমেলা আমতা
নিজস্ব প্রতিনিধি. হাওড়া নিউজ ২৪, আমতা- “ বই ধরো বই পড়ো “- শুক্রবার বিকেলে এই বার্তাকে সামনে রেখে পদযাত্রার মাধ্যমে শুরু হল দ্বিতীয় গ্রামীন বই মেলা আমতা। আমতা বিধানসভা কেন্দ্র বইমেলা উদযাপন কমিটির উদ্যোগে জয়পুর পঞ্চানন রায় কলেজে আয়োজিত এদিন এই বইমেলার উদ্বোধন করেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্য একাডেমী পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী,বই মেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি তথা আমতার বিধায়ক সুকান্ত পাল সহ অন্যান্যরা।
গ্রামীন বইমেলা কমিটি সূত্রে খবর এবারের এই গ্রামীন বইমেলায় ২১ টি বইয়ের স্টল থাকছে। বইমেলা কমিটি সূত্রে খবর মেলা উপলক্ষ্যে প্রতিদিন মেলা প্রাঙ্গনে বিভিন্ন প্রতিযোগিতা ছাড়াও সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। যেখানে বাংলার লোক সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া হবে। গ্রামীন এই বইমেলা চলবে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।