তিল কাছিম, লেসার হুইসিলিং ডাক ও কালাচ সাপ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- দুটি তিল কাছিম উদ্ধার করে পরিবেশে মুক্ত করে দেওয়া হল। জানা গেছে শ্যামপুরের ডিহিমন্ডলঘাট ১ নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিন পাড়ার জনৈক ব্যাক্তি মাছ ধরার জন্য জমিতে মুগরী পেতেছিলেন। সেখানেই আটকে পড়ে দুটি তিল কাছিম। পরে এলাকার কলেজ পড়ুয়া প্রশান্ত জানা ও তার বন্ধুদের তৎপরতায় কাছিম দুটিকে পরিবেশে মুক্ত করে দেওয়াহয়।
অন্যদিকে মঙ্গলবার বাগনান থানার বাকসীহাট গ্রাম পঞ্চায়েতের কোটাই গ্রাম থেকে একটি লেসার হুইসিলিং ডাককে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেয়। অপরদিকে এদিন বাকসী থেকে উদ্ধার হওয়া একটি কালাপ সাপকে বন দপ্তরের হাতে তুলে দেয় বন্যপ্রান উদ্ধারকারী সোমনাথ ঢালী।