টিয়া পাখি ও লেসার হুইস্লিং ডাক উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- বাড়িতে দেশীয় পাখিদের খাঁচা বন্দী করে রাখা হয়েছে। এই খবর পেয়ে বাগনান থানার দেউলগ্রামে অভিযান চালিয়ে তিনটি খাঁচা বন্দী টিয়া পাখি উদ্ধার করল বন দপ্তর। বন দপ্তরের উলুবেড়িয়ার রেঞ্জের অফিসার রাজেশ মুখোপাধ্যায় জানান উদ্ধার হওয়া তিনটি টিয়া পাখিকে গড়চুমুক প্রানী চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে।
অন্যদিকে এদিন উলুবেড়িয়া পুরসভার ২৪ নং ওয়ার্ডের জগদীশপুর মাঝের পাড়া থেকে একটি লেসার হুইস্লিং ডাক ও তার দুটি ছানাকে উদ্ধার করল বন দপ্তর। স্থানীয় সূত্রে জানা গেছে এলাকার একটি জলা জমিতে পাতা ফাঁদি জালে লেসার হুইস্লিং ডাক ও তার দুটি ছানা জড়িয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে বন দপ্তর।