হাওড়া গ্রামীন জেলা পুলিশের উদ্যোগে পুলিশ দিবস
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- হারিয়ে যাওয়া মোবাইল তাদের মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া থেকে সচেতনতা অনুষ্টান,বৃক্ষ রোপন থেকে বসে আঁকো প্রতিযোগিতা সহ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে হাওড়া গ্রামীন জেলা পুলিশের উদ্যোগে রবিবার জেলা জুড়ে পুলিশ দিবস পালন হল।
এদিন হাওড়া গ্রামীন জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ দিবস উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫২ টি মোবাইল তাদের মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এদিন মোবাইলগুলি মালিকদের হাতে তুলে দেন হাওড়া গ্রামীন জেলা পুলিশ সুপার স্বাথী ভাঙ্গালীয়া।
অন্যদিকে এদিন উলুবেড়িয়া থানা ও উলুবেড়িয়া মহিলা থানার উদ্যোগে পুলিশ দিবস পালন করা হয়। এদিন দুটি থানার উদ্যোগে উলুবেড়িয়া শহরে পদযাত্রা করা হয়। পাশাপাশি সেফ ড্রাইভ সেভ লাইফ ও সাইবার অপরাধ নিয়ে সাধারন মানুষকে সচেতন করা হয়। এদিন শ্যামপুর থানার উদ্যোগে পুলিশ দিবসে বসে আকো প্রতিযোগিতার পাশাপাশি বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়।