উলুবেড়িয়া মেডিকেল কলেজের চিকিৎসকদের প্রতিবাদ

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া-আরজিকর ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি চালাচ্ছেন চিকিৎসকেরা। আর এবার সেই আঁচ এসে লাগল উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে। সোমবার থেকে কর্মবিরতি শুরু করলেন এই মেডিকেল কলেজের জুনিয়র এবং সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকেরা। যতক্ষন পর্যন্ত আরজিকর ঘটনার দোষীরা গ্রেপ্তার হচ্ছে ততদিন পর্যন্ত তারা আউটডোর, ইনডোরের পাশাপাশি ইর্মাজেন্সিতেও তারা কাজ করবেনা বলে জানিয়ে দিয়েছেন এইসব চিকিৎসকেরা। এদিন দুপুরে মেডিকেল কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল করার পাশাপাশি তারা বিক্ষোভ দেখায়। মেডিকেল কলেজের নিরাপত্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। 

এদিন মেডিকেল কলেজের জুনিয়র ও সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকেরা জানান মুখ্যমন্ত্রীর উপরে আমাদের আস্থা আছে। তবে পর্দার আড়ালে থাকা লুকানো ব্যাক্তিদের সামনে এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এদিন তারা অভিযোগ করেন উলুবেড়িয়া মেডিকেল কলেজেও আমরা নিরাপত্তার অভাব বোধ করি। চিকিৎসকদের অভিযোগ এখানে আউটডোরে নিরাপত্তা ছাড়াই কাজ করতে হয়। তারা অভিযোগ করেন এক বছর আগে এই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ জানানো হলেও কোনকাজ হয়নি। রাজনীতির উর্দ্ধে উঠে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *