কলকাতার পথে “ছোট “
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া-অবশেষে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থেকে সড়ক পথে কলকাতার উদ্দ্যেশে রওনা দিল বাংলার হারিয়ে যাওয়া “ ছোট” নৌকা। সোমবার বিকালে নদী থেকে দুটি ক্রেনের সাহায্যে ছোটকে ট্রেলারের উপরে চাপানো হয়। এরপর সেটি কলকাতার পথে রওনা দেয়। ছোট নৌকা তৈরীর অন্যতম উদোক্তা ভারতের এনথ্রোপলজি বিভাগের গবেষক স্বরুপ ভট্টাচার্য্য জানান নৌকাটি কলকাতা বন্দরের একটি শেডের নীচে রাখা থাকবে। তিনি জানান আপাতত মাস ছয়েক এখানে থাকবে। পরে গুজরাটের ন্যাশানাল মেরিটাইম মিউজিয়াম তৈরী হয়ে গেলে সেখানে এই ছোট নৌকা নিয়ে যাওয়া হবে।
গত বৃহস্পতিবার শ্যামপুরের ডিহিমন্ডলঘাট থেকে নদী পথে ছোট নৌকা পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের উদ্দ্যেশে রওনা দিয়েছিল। একটি যন্ত্রচালিত নৌকা সেটিকে টেনে নিয়ে গিয়েছিল। চারদিন ছোট নৌকা কোলাঘাটে থাকার পর সোমবার ট্রেলারে চাপিয়ে কলকাতা বন্দরের উদ্দ্যেশে নিয়ে যাওয়া হয়। প্রসঙ্গত ২০২২ সালের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে নিজের চার ছেলেকে নিয়ে বাংলার এই ঐতিহ্যবাহী ছোট নৌকা তৈরীর কাজ শুরু করেছিলেন শ্যামপুরের নৌকা শিল্পী পঞ্চানন মন্ডল। এরপর ২০২৩ সালের নভেম্বর মাসে নৌকাটিকে পরীক্ষামূলকভাবে জলে ভাসানো হয়েছিল। অবশেষে গত ২৫ জুলাই ছোট নৌকা কলকাতার পথে রওনা দেয়। সূত্রের খবর ছোট নৌকাটি ন্যাশানাল মেরিটাইম মিউজিয়ামে রাখার পাশাপাশি নৌকা তৈরীর যাবতীয় তথ্য এবং কৌশল ডিজিটাইড আকারে ব্রিটিশ মিউজিয়ামে রাখা থাকবে।