বাগনান থেকে বাঘরোলের ছানা উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- বাগনানের বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের ওলনপাড়া গ্রামের মা বাঘরোল থেকে ছাড়াছাড়ি হয়ে কুকুরের তাড়া খেয়ে লোকালয়ে চলে আসা একটি বাঘরোলের ছানাকে উদ্ধার করে গড়চুমুক মিনি জু তে পাঠাল বন দপ্তর। জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচিলের উপর দিয়ে যাওয়ার সময় বাঘরোল ছানাটি নীচে পড়ে মায়ের কাছ থেকে আলাদা হয়ে লোকালয়ে চলে আসে।
এরপর স্থানীয় বাসিন্দা সেখ সফিকুল ছানাটিকে উদ্ধার করে সমাজসেবী বাপন কোলে মারফত হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য সুমন্ত দাস ও ইমন ধারাকে বিষয়টি জানায়। এরপর দুজনে মা বাঘরোলের কাছে ছানাটিকে ফিরিয়ে দেওয়ার জন্য একটি খাঁচায় করে বাঘরোল ছানাটিকে যেখান থেকে পাওয়া গিযেছিল সেখানে রেখে দেয়। তবে মা বাঘরোল না আসায় তারা ছানাটিকে নিয়ে চলে আসে। পরে বন দপ্তর বাঘরোল ছানাটিকে উদ্ধার করে নিয়ে যায়।