কলকাতার পথে ছোট
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর- দীর্ঘ ১৮ মাস প্রতীক্ষার পর বৃহস্পতিবার ঐতিহ্যবাহী “ ছোট “ শ্যামপুরের ডিহিমন্ডলঘাট থেকে কলকাতার পথে রওনা দিল। এদিন সকালে নৌকাটিকে জলে নামানো হয়। সূত্রের খবর ঐতিহ্যবাহী এই নৌকা আপাতত কলকাতা বন্দরে রাখা থাকবে। পরে গুজরাটের ন্যাশানাল মেরিটাইম মিউজিয়ামে এই ছোট নৌকা রাখা থাকবে। স্থানীয় সূত্রে খবর ২০২২ সালের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে এই ছোট নৌকার কাজ শুরু করেছিলেন নৌকা শিল্পী পঞ্চানন মন্ডল ও তার ৪ ছেলে। এরপর একমাস ধরে নৌকাটি তৈরীর পর গত ১০ নভেম্বর পরীক্ষামূলকভাবে ছোটকে জলে ভাসানো হয়। যদিও তারপর থেকে নৌকাটি নদীর পাড়েই অবহেলায় পড়ে নষ্ট হচ্ছিল। নৌকা শিল্পী পঞ্চানন মন্ডল জানান নৌকাটি আজ এখান থেকে নিয়ে যাওয়ায় ভালো লাগছে।
অন্যদিকে ছোট নৌকা তৈরীর অন্যতম উদোক্তা ভারতের এনথ্রোপলজি বিভাগের গবেষক স্বরুপ ভট্টাচার্য্য জানান হরিয়ানা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বসন্ত সিন্ধে এই নৌকাটিকে ন্যাশানাল মেরিটাইম মিউজিয়ামে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু নানা কারনে নিয়ে যাওয়া যায়নি। তিনি জানান ইএমকেপি এর অধীনে ভারতবর্ষে এই প্রথম কোন নৌকা ডিজিটাইজেশন হয়েছে। প্রসঙ্গত ৩৫ ফুট লম্বা এবং ৯ ফুট চওড়া ও ৭/৮ ফুট উচ্চতার এই নৌকাটি ন্যাশানাল মেরিটাইম মিউজিয়ামে রাখা হবে।