লোহার গ্রীলের মাঝখানে আটকে যাওয়া গোসাপ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- লোহার গ্রীলের মাঝখানে আটকে গেল একটি গোসাপ। দীর্ঘ ২০ ঘন্টা গ্রীলের মাঝে আটকে থাকার পর শুক্রবার দুপুরে গ্রীল কেটে গোসাপটিকে উদ্ধার করে পরিবেশে মুক্ত করে দেওয়া হল।
জানা গেছে বৃহস্পতিবার দুপুরে শ্যামপুর ১ নং ব্লকের ডিহিমন্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের বানিয়া গ্রামের বাসিন্দা মৃত্যুঞ্জয় বরের বাড়ির পিছনে থাকা লোহার গ্রীলে একটি গোসাপ আটকে যায়। লোহার গ্রীলটি বাড়ির পিছনে থাকায় বিষয়টি কারো নজরে আসেনি। পরে রাতে গোসাপটির গর্জনে মৃত্যুঞ্জয়বাবু লাইট মারলে দেখতে পান গ্রীলের মাঝখানে একটি গোসাপ আটকে আছে। এরপর শুক্রবার সকালে তিনি স্থানীয় কলেজ পড়ুয়া ধীরাজ বর, অয়ন বর এবং অর্ঘ্য বরকে বিষয়টি জানান। পরে তারা দুপুরে ঘটনাস্থলে পৌঁছে ঘন্টা দুয়েকের চেষ্টায় লোহার গ্রীল কেটে গোসাপটিকে উদ্ধার করে পরিবেশে ছেড়ে দেয় তারা।