উলুবেড়িয়া ময়রাপাড়া থেকে কানাডার পথে উমা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- দুর্গা পুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন কুমোরটুলিতে এখন চরম ব্যাস্ততা। আর এই ব্যাস্ততার মধ্যেই উলুবেড়িয়া ময়রাপাড়া থেকে কানাডার টরোন্টোয় পাড়ি দিচ্ছেন উমা। সূত্রের খবর এই সপ্তাহেই জাহাজে চড়ে কানাডার পথে পাড়ি দেবেন উমা। ৬ ফুট উচ্চতার এই ফাইবারের দুর্গা প্রতিমাটি তৈরী করেছেন উলুবেড়িয়া ময়রাপাড়ার শিল্পী সঞ্জীব চন্দ্র। দুর্গা প্রতিমার সঙ্গে ঢাক সহ পুজোর বিভিন্ন সামগ্রী ও কানাডায় যাচ্ছে।
সঞ্জীব চন্দ্র জানান কানাডার আমন্ত্রন কালচারাল এ্যাসোসিয়েশনের সদস্য নীলাঞ্জন সাহা ফেসবুকের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করেন। পরে মে মাসের শেষের দিকে আমাকে প্রতিমার অর্ডার দেন। তিনি জানান প্রতিমাটি তৈরী করতে ৪০ দিন সময় লেগেছে। এই সপ্তাহে জাহাজে করে রওনা দেবে প্রতিমা এবং দুইমাসের মধ্যে সেটা কানাডার টরেন্টোয় পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে এই প্রথম নয় এর আগেও দুবাই, লাক্সেমবার্গ সহ বিভিন্ন জায়গায় পাড়ি দিয়েছিল সঞ্জীবের হাতের তৈরী ফাইবারর দুর্গা প্রতিমা।