উলুবেড়িয়ায় আইএসএফের পঞ্চায়েত প্রধান তৃণমূলে যোগ দিল
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- উলুবেড়িয়া উত্তর বিধানসভার তেহট্ট কাঁটাবেড়িয়া ২ নং গ্রাম পঞ্চায়েতের আইএসএফ প্রধান আয়েশা বেগম সহ দুই নির্দল পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দিল। শুক্রবার আমতায় তৃণমূলের দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজি। এদিন বিধায়ক বলেন গত পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েত জোট দখল করেছিল। যদিও এবারের লোকসভা নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল ভালো ফল করে। আর তারপরেই গ্রাম পঞ্চায়েত প্রধান সহ দুই নির্দল প্রার্থী তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। সেইমত আজ এদের দলে নেওয়া হল। আগামীদিনে আয়েশা বেগমই পঞ্চায়েত প্রধান থাকবেন বলে এদিন স্পষ্ট জানিয়ে দেন বিধায়ক নির্মল মাজি।
অন্যদিকে তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে আয়েশা বেগম জানান প্রধান থাকলেও কাজের কোন পরিবেশ ছিলনা। সেই কারনে দল ত্যাগ করলাম। প্রসঙ্গত ১৭ আসনের এই গ্রাম পঞ্চায়েতে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ৭, আইএসএফ ৬, কংগ্রেস ২ এবং নির্দল ২ টি আসন পেয়েছিল। শুক্রবার আইএসএফের প্রধান সহ দুই নির্দল প্রার্থী তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমুলের আসন সংখ্যা বেড়ে হল ১০। ফলে এই গ্রাম পঞ্চায়েত এবার তৃণমূল দখল করল। এদিনের এই যোগদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমল কুমার দাস, সহ সভাপতি শেখ ইলিয়াস সহ অন্যান্যরা।