জগৎবল্লভপুর থেকে উদ্ধার কচ্ছপ
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, জগৎবল্লভপুর- বুধবার ছিল ফলহারিনী কালীপুজো। আর কালীপুজোর সময় আগে বন্য শিকারীদের আটকাতে হাওড়া জেলা জুড়ে একসাথে নজরদারি শুরু করেছে বন দপ্তর, প্রশাসন ও পরিবেশকর্মীরা। আর সেই নজরদারিতে জগৎবল্লভপুরের মাজু গ্রাম পঞ্চায়েতের চোংঘুরালি এলাকা থেকে উদ্ধার হল প্রায় ২ কেজি ওজনের একটি তিল কাছিম।
জানা গেছে চোংঘুরালি এলাকার বাসিন্দা কৌশিক পাত্র হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের মাজু ইউনিটের সৌরভ দত্তকে খবর দেন এলাকার এক ব্যাক্তির বাড়িতে একটা কচ্ছপ রাখা আছে। এরপরেই কচ্ছপটিকে উদ্ধার করার জন্য সৌরভ বন দপ্তরে খবর দেন। পরে বন দপ্তরের কর্মীরা ও হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের মাজু ইউনিটের সদস্যদের সহযোগিতায় তিল কাছিমটিকে উদ্ধার করে।