১৩৬ জন বিশেষভাব সক্ষম ভোটার ঘরে বসেই তাদের ভোটাধিকার প্রয়োগ করল
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- ভোটগ্রহন কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া অসম্ভব ১৩৬ জন বিশেষভাবে সক্ষম ভোটারদের আবাসিক সেন্টারে গিয়ে ভোটগ্রহন করল হাওড়া জেলা নির্বাচন কমিশন দপ্তর। বৃহস্পতিবার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আশা ভবন সেন্টারে এবং আমতা ২ নং ব্লকের পারবাকসী চিরনবীন হোমে গিয়ে কমিশনের লোকজন ভোটগ্রহন করে। জেলা নির্বাচন কমিশন দপ্তর সূত্রে খবর এদিন আশা ভবন সেন্টারের ৩ জন এবং চিরনবীন হোমের ১৩৩ জন বিশেষভাবে সক্ষম ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এদিন দুটি জায়গাতেই কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোটগ্রহন করা হয়।
এদিন সকালেই কমিশনের লোকজন উলুবেড়িয়া আশা ভবন সেন্টার এবং চিরনবীন হোমে ভোট নিতে পৌছে যায়। এরপর দুটি জায়গার নির্দিষ্ট ঘরে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে ভোটগ্রহন কর হয়। আশা ভবন সেন্টার সূত্রে খবর হোমের তিনজন এইনিয়ে দ্বিতীয়বার তাদের ভোটাধিকার প্রয়োগ করল। তবে আগেরবার এরা ভোটগ্রহন কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছিল। তবে ওদের খুব কষ্ট হয়েছিল। সেই কারনে এবার কমিশনের কাছে কেন্দ্রেই ভোটগ্রহনের আবেদন জানানো হয়েছিল। সেইমত আজ তিনজন ভোটগ্রহন করা হল।