মাধ্যমিকে নবম শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের অরন্যদেব বর্মন
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর- বৃ্হস্পতিবার প্রকাশিত হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মধ্য শিক্ষা পর্ষদের মেধা তালিকা অনুযায়ী প্রথম দশ জনের তালিকায় জায়গা করে নিল শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র অরন্যদেব বর্মন। তার প্রাপ্ত নম্বর ৬৮৫। অরন্যদেবের রেজাল্ট অনুযায়ী বাংলায়- ৯৮, ইংরাজীতে- ৯৬, অঙ্কে- ৯৯, ভৌত বিজ্ঞানে- ৯৭, জীবন বিজ্ঞানে- ১০০, ইতিহাসে- ৯৫ এবং ভগোলে ১০০ পেয়েছে সে। বাবা গোবিন্দ প্রসাদ বর্মন শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের অধ্যাপক। মা মধুমিতা বর্মন গৃহবধূ।
অরন্যদেব জানায় কোনদিন নির্দিষ্ট সময় ধরে পড়াশুনা করিনি। দিনে ৩/৪ ঘন্টা থেকে ১২/১৪ ঘন্টা পর্যন্ত পড়াশুনা করেছি। পড়াশুনা ছাড়াও ব্যাডমিন্টন , দাবা খেলা অরন্যদেবের অন্যতম বিষয়। ভবিষতে আইআইটি থেকে উচ্চ শিক্ষার পরিকল্পনা আছে বলে জানায় অরন্যদেব বর্মন।