বিটা কনস্ট্রাকশনের উদ্যোগে ট্রাফিক পুলিশ ও সিভিক ভেলেন্টিয়ারদের হাতে ছাতা টুপি
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- গ্রীস্মের দাবদাহে ফুটছে গোটা বাংলা। খুব প্রয়োজন রাস্তায় বের হলেও টুপি বা ছাতা নিয়ে বের হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। যদিও প্রয়োজনে মানুষকে রোদ উপেক্ষা করেই রাস্তায় বের হতে হচ্ছে। বিশেষ করে রোদ মাথায় নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিকের ডিউটি করতে বেশী সমস্যায় পড়ছেন পুলিশ কর্মী থেকে সিভিক ভলেন্টিয়ারা।
আর উলুবেড়িয়ার এইসব ট্রাফিক পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের গরমের হাত থেকে বাঁচাতে তাদের পাশে দাড়াল উলুবেড়িয়ার বিটা কনস্ট্রাকশন। শুক্রবার সংগঠনের পক্ষ থেকে ১৬ নং জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় এবং উলুবেড়িয়া শহরের বিভিন্ন জায়গায় ডিউটিরত ট্রাফিক পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে পানীয় জলের বোতল, মিষ্টি.টুপি ও ছাতা তুলে দেওয়া হয়। বিটা কনস্ট্রাকশনের কর্নধার গৌতম বোস জানান গ্রীস্মের সময় ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারা ধন্যবাদ জানাতে এবং তাদের পাশে থাকতে আমাদের এই ছোট উদ্যোগ।