ুউলুবেড়িয়া পুরসভার উদ্যোগে ” বর্ষবরন “
নিজস্ব প্রতিদিন, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- “ বাংলা নববর্ষ “- বর্ষবরনের দিন বাঙালীর আবেগ, ইতিহাস সংস্কৃতি মিলমিশে জমজমাট হয়ে উঠল উলুবেড়িয়ার বর্ষবরন। এদিন উলুবেড়িয়া পুরসভা আয়োজিত বর্ষবরন অনুষ্ঠানে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠানটিকে একটা অন্য মাত্রা দেয়।
এদিন সকালে উলুবেড়িয়া পুরসভা থেকে উলুবেড়িয়া রবীন্দ্র ভবন পর্যন্ত এক বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিনের এই শোভাযাত্রায় উলুবেড়িয়ার বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা এবং বিদ্যালয় অংশগ্রহন করে। অন্যদিকে নতুন বছরে ভোর থেকেই প্রচুর মানুষ ভীড় জমায় শতাব্দী প্রাচীন উলুবেড়িয়ার শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে। মায়ের কাছে পুজো দেওয়া থেকে নতুন খাতা পুজো করাতে প্রচুর মানুষ ভীড় জমিয়েছিল মন্দিরে।
অন্যদিকে এদিন উলুবেড়িয়া পুরসভার পক্ষ থেকে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান, পুরসভার জল দপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিল আকবর শেখ সহ অন্যান্যরা।