১৬ নং জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত ২
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- মৃতদেহ সৎকার করে বাড়ি ফেরার পথে ১৬ নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে উলুবেড়িয়া থানার বানীতলা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃতেরা হল বাগনানের বাসিন্দা প্রশান্ত পাঠক (৪০) এবং দুলাল ধাড়া (৩৮)। দুর্ঘটনায় আহত আরোও ৫ জন কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন। উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদহদুটি ময়নাতদন্তে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বুধবার বাগনানের মুরালীবাড় এলাকার এক মহিলার মৃত্যু হয়।বাগনানের মুরালিবাড় এলাকার লোকেরা সেই মৃতদেহ দাহ করার জন্য বাউড়িয়ায় আসেন। জানা গেছে মৃতদেহ দাহ সেরে একটি প্রাইভেট গাড়িতে করে ৬ জন বাগনানে ফিরছিলেন। ভোর ৫টা নাগাদ প্রাইভেট গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের পোস্টে ধাক্কা মেরে রাস্তার মাঝখানে চলে আসে। সেইসময় অন্য একটি প্রাইভেট গাড়ি রাস্তার মাঝখানে থাকা গাড়িটিকে ধাক্কা মারে। রাস্তার মাঝখানে থাকা গাড়িটি পাল্টি খেয়ে উল্টে যায়। গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। অন্যদিকে কোলাঘাটের দিকে যাওয়া গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুটি গাড়ির ১০ জন আরোহী মারাত্মক জখম হন। দুর্ঘটনার পর পুলিশ আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক প্রশান্ত পাঠক এবং দুলাল ধাড়াকে মৃত বলে ঘোষনা করে।