রক্তকরবীর ৫ম প্রতিষ্ঠা দিবস
নিজস্ব প্রতিদিন, হাওড়া নিউজ২৪. আমতা- রক্তদান আন্দোলনের কর্মীদের সংগঠন রক্তকরবী পাঁচ বছরে পদার্পণ করলো। করোনার সময়কালে ব্লাড সেন্টারগুলি রক্ত শূন্যতায় ছিল। হাওড়া গ্রামীণ এলাকার সমাজকর্মী শাশ্বত পাড়ুই সামাজিক আন্দোলনের কর্মীদের নিয়ে গড়ে তোলেন ব্লাড ডোনার গ্রুপ। সেই ব্লাড ডোনার গ্রুপ রূপান্তরিত হয়ে আজকের রক্তকরবী। রক্তকরবী আজ সামাজিক সংগঠন রূপে হাওড়া জেলাজুড়ে কাজ করে চলেছে রক্তদান আন্দোলনকে প্রসারিত করতে। বিভিন্ন এলাকায় এলাকায় থ্যালাসেমিয়া বাহক পরীক্ষা শিবিরও করে চলেছে ধারাবাহিকভাবে। রক্তের অভাবে একজন রোগীও যাতে মৃত্যু না হয় সেই সংকল্পে সারাবছর কাজ করছে রক্তকরবী। এই শপথ অঙ্গীকারেই রক্তকরবী’র প্রতিষ্ঠা দিবস উদযাপন হল আমতার পাত্রপোলে। সংগঠনের কর্মী শতাব্দী বেরা জানান, একশত গরীব গুর্বো মানুষের স্বাথ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা, ব্লাড টেস্ট করা হয়। গ্রীষ্মকালীন রক্তসংকটে রক্তদান শিবিরও করা হয়। উপস্থিত ছিলেন ডা: অরুণ জাষু, নিলাদ্রী ঘোষ, ডা: পল্লব রায়, হাবিব খান, শতাব্দী বেরা প্রমুখ।
করোনাকালে রক্তশূন্য ব্লাড ব্যাঙ্কে রক্তদানে পূর্ণ রাখতে বিভিন্ন পেশার মানুষের সমবেত প্রচেষ্টায় তৈরী হয়েছিল ব্লাড ডোনার গ্রুপ। সেই ব্লাড ডোনার গ্রুপ আজকের ‘বাগনান রক্তকরবী’। সংগঠনটি হাওড়া জেলার বিভিন্ন এলাকার মানুষের ভালবাসা ও ভরসার। রক্তদানের পাশাপাশি থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ে তোলার কাজ করে চলেছে। এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চলছে প্রতিনিয়ত। রক্তকরবী’র সম্পাদক শাশ্বত পাড়ুই জানান, সারা বছর ধরেই রক্তদান শিবির যেমন সংগঠিত হচ্ছে, পাশাপাশি রক্তের প্রয়োজন ব্লাড সেন্টারে গিয়েও রক্তদান করা হয়। জীবন রক্ষার লড়াই আমাদের সঙ্কল্প।