বাউড়িয়ায় নতুন বড় জেটি, সাময়িক ফেরি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাউড়িয়া- বানের জলে ভেঙে যাওয়া বাউড়িয়া জেটি মেরামত করে ১৪ দিন পর পুনরায় বাউড়িয়া বজবজ ফেরি পরিষেবা শুরু হয়েছিল। যদিও আবারোও এই ফেরি পরিষেবা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হুগলী নদী জলপথ পরিবহন সমবায় সমিতি সূত্রে খবর বাউড়িয়ায় পুরাতন জেটির পরিবর্তে নতুন একটি বড় জেটি বসানোর কারণে আগামী ৬ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত এই পথে ফেরি পরিষেবা বন্ধ রাখা হবে।
হুগলী নদী জলপথ পরিবহন সমবায় সমিতির বোর্ড অফ ডাইরেক্টর অজয় দে জানান গত ১২ মার্চ শাঁড়াশাঁড়ি বানে বাউড়িয়া জেটির পল্টুন ও গ্যাংওয়ে ভেঙে যায়। বাউড়িয়া বজবজ ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে ভেঙে যাওয়া জেটি ও গ্যাংওয়ে মেরামত করা হয়। এরপর গত ২৯ মার্চ সকাল থেকে পুনরায় এই পথে ফেরি পরিষেবা চালু হয়। যদিও এবার যাত্রী পরিষেবা উন্নতির কথা মাথায় রেখে বাউড়িয়ার ছোট জেটির পরিবর্তে একটি নতুন বড় জেটি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কারণে ৫দিন এই পথে ফেরি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর আগামী ৮ ও ৯ এপ্রিল শাঁড়াশাড়ি বান। সেই কারণে ওই সময়টাই ফেরি পরিষেবা বন্ধ রেখে নতুন বড় জেটি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।