জগৎবল্লভপুর থেকে উদ্ধার বিপুল চোলাই
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, জগৎবল্লভপুর- জগৎবল্লভপুরের সিদ্বেশর এলাকায় জলাভূমির মধ্যে লুকিয়ে রাখা প্রায় ৮৫০ লিটার চোলাই মদ। উদ্ধার করল আবগারি দপ্তর। আবগারি দপ্তর সূত্রে খবর উদ্ধার হওয়া চোলাই মদের আনুমানিক মূল্য সাড়ে ৪ লক্ষ টাকা। আবগারি দপ্তর সূত্রে খবর সোমবার সকালে জগৎবল্লভপুরের আবগারি ওসি অংশুমান ঘোষের নেতৃত্বে আবগারি দপ্তরের কর্মীরা জগৎবল্লভপুরের সিদ্ধেশ্বয কৌশিকী নদী সংলগ্ন এলাকায় অভিযান চালায়।
পরে নৌকায় অভিযান চালিয়ে নদীর ওপারের একটি জলাভূমি থেকে বিপুল পরিমান চোলাই মদ উদ্ধার হয়। হাওড়া গ্রামীন জেলার আবগারি দপ্তরের সুপারিন্টেন্ডেন্ট অমৃতা কর চৌধুরী জানান আবগারি দপ্তরের লাগাতার অভিযানে চোলাই বিক্রি কমে যাওয়াতে সরকারি মদের দোকানে বিক্রি অনেকটাই বৃদ্ধি পেয়েছে।