আমতা বাগনানে খড়িবনে আগুন
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিঘের পর বিঘের জমির খড়িবন। সঙ্গে আগুনে পুড়ল ধানের জমি থেকে ফুলের বাগিচা। জানা গেছে সোমবার সকালে প্রথমে আমতার নারিটের খড়িবনে আগুন লাগে। শুকনো খড়িবনে লাগা আগুন দ্রুত মাঠের চারিদিকে ছড়িয়ে পড়ে। কয়েক বিঘা জমির ধান ও আগুনে পুড়ে যায়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে খন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
অন্যদিকে এদিন বাগনানের ওড়ফুলির রূপনারায়ন নদীর চরে আগুন লাগে। আগুনে ৩০০ বিঘা জমির গাছ পুড়ে যায়। কয়েক বিঘা ফুলের জমিও পুড়ে যায়। পরে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে ঘন্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।