আমতার বিদ্যালয়ে বিশ্ব চড়ুই দিবস
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- বুধবার ছিল বিশ্ব চড়ুই দিবস। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি হাওড়া জেলার বুধবার আমতার গাজীপুর থাকময়ী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে দিনটি পালন করা হল। এদিন বিশ্ব চড়ুই দিবস উপলক্ষ্যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কাগজ দিয়ে জাপানি অরিগ্যামি পদ্ধতিতে চড়ুই পাখি বানায়। ছাত্রছাত্রীদের কাছে চড়ুই পাখির গুরুত্বের কথা তুলে ধরেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়ন দে।
এদিন তিনি পরিবেশ পাঠের মাধ্যমে ছাত্রছাত্রীদের সামনে চড়ুই পাখির গুরুত্ব তুলে ধরেন। গ্রীস্মকালে চড়ুই সহ অন্যান্য পাখিদের খাবার ও জল দেওয়ারকথা বলেন। এমনকি ছাত্রছাত্রীদের সামনে কোন পাখিকে খাঁচায় বন্দি করে রেখে তাদের কষ্ট না দেওয়ার কথাও তুলে ধরেন। অন্যদিকে বিদ্যালয়ের পঠন পাঠনের পাশাপাশি শিক্ষকদের এই উদ্যোগে খুশী অভিভাবকেরা।