বাঘরোল ও পেঁচা উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- বাগনানের নুন্টিয়া এবং উলুবেড়িয়ার তুলসীবেড়িয়া থেকে একটি পূর্নঃবয়স্ক বাঘরোল এবং একটি আহত ভুতুম পেঁচা বা ব্রাউন ফিস আউলকে উদ্ধার করল পরিবেশকর্মীরা। জানা গেছে মঙ্গলবার ভোর রাতে বাগনানের নুন্টিয়ায় এক ব্যাক্তির বাড়ির মুরগীর খামারের পাশে বাথরুমে একটি পূর্নঃবয়স্ক বাঘরোল ঢুকে পড়ে। বাড়ির সদস্যরা ভয় পেয়ে যান।এই খবর গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামের লোকজন সেখানে জড়ো হতে থাকে। এলাকার বাসিন্দা অঙ্কন সরকার ও পশুপ্রেমী ভাস্কার মুখোপাথ্যায় পরিবেশকর্মী চিত্রক প্রামানিককে বিষয়টি জানায়। এরপরেই চিত্রক, ইমন ধারা, রঘুনাথ মান্না ও বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষনের চেষ্টায় বাঘরোলটিকে উদ্ধার করা হয়। পরে বাঘরোলটিকে একটি জঙ্গলে মুক্ত করে দেওয়া হয়।
অন্যদিকে এদিন রাজাপুর থানার তুলসীবেড়িয়া গ্রামের গৃহবধূ সুমিত্রা পালুই একটি ভুতুম পেঁচা বা ব্রাউন ফিস আউলকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে এলাকার বাসিন্দা কল্যানী পালুই চিত্রক প্রামানিক ও সুমন্ত দাসকে বিষয়টি জানান। এরপরেই তারা ঘটনাস্থলে পৌছে আহত পেঁচাটিকে উদ্ধার করে। চিত্রক জানায় পেঁচাটির দুটো ডানাতেই গভীর ক্ষত আছে। পেঁচাটির চিকিৎসা চলছে।