ড্রোনের মাধ্যমে জমিতে রাসায়ানিক স্প্রে
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উদয়নারায়ণপুর- ড্রোনের মাধ্যমে চাষের জমিতে কীটনাশক স্প্রে করার কৌ্শল দেখানো হল কৃষকদের। বুধবার হাওড়া জেলা কৃষি দপ্তরের উদ্যোগে উদয়নারায়নপুর ব্লকের পাঁচারুল ও আমতা ১ নং ব্লকের বলাইমাঝি এলাকায় ড্রোনের মাধ্যমে এই কৌশল প্রদর্শন করে দেখানো হয়। কৃষি দপ্তরের বক্তব্য এখন চাষের ড্রোনের মাধ্যামে জমিতে কীটনাশক ও রাসায়নিক স্প্রে করা হচ্ছে। এতে কৃষকেরা অল্প সময়ে অনেক বেশী পরিমান জমিতে কীটনাশক স্প্রে করতে পারবে। কৃষি কর্তাদের দাবি ড্রোনের মাধ্যমে স্প্রে করার ফলে একদিকে যেমন পয়সা সাশ্রয় হবে অন্যদিকে সঠিক পরিমানে কীটনাশক ফসলের উপর পড়বে।