নবরূপে সজ্জিত উলুবেড়িয়া ষ্টেডিয়াম শনিবার খেলা শুরু


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- আগামী শনিবার প্রদর্শনী ফুটবল ম্যাচের মধ্য দিয়ে নবরূপে সজ্জিত উলুবেড়িয়া ষ্টেডিয়াম মাঠের উদ্বোধন হবে। উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর শনিবার ষ্টেডিয়াম মাঠে প্রদর্শনী ফুটবল ম্যাচের পর আগামী ১২, ১৩ ও ১৫ মার্চ আই এফ এ পরিচালিত মহিলা ফুটবল লীগ ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত ২০১৭ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় উলুবেড়িয়া ষ্টেডিয়াম মাঠের উদ্বোধন করেছিলেন। যদিও করোনার সময় মাঠে খেলা বন্ধ থাকায় সেভানে রক্ষনাবেক্ষন না হওয়ায় মাঠটি খেলার অনুপযুক্ত হয়ে পড়ে। এরপরেই মাঠে খেলা বন্ধ করে দেওয়া হয়। কলকাতার একটি নামী সংস্থাকে নতুনভাবে মাঠ তৈরীর দায়িত্ব দেওয়া হয়। এরপর কয়েকদিন আগে নতুনভাবে মাঠ তৈরীর কাজ শেষ হয়। এবার মাঠ তৈরীর শেষে শনিবার মাঠ খেলার জন্য খুলে দেওয়া হবে।


