পাতিনানে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়া শুরু
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলূবেড়িয়া- রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ লক্ষ্যে এবার বাগনান ১ নং ব্লকের সাবসীট গ্রাম পঞ্চায়েতের পাতিনান পানীয় জল প্রকল্পে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ শুরু হল মঙ্গলবার। এদিন এই কাজের সূচনা করেন আমতার বিধায়ক সুকান্ত পাল। জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর সূত্রে খবর প্রকল্পটি তৈরী করতে ব্যায় হচ্ছে প্রায় ৪ কোটি ৩০ লক্ষ টাকা। এই জল প্রকল্পে ২টি গভীর নলকূপ খননের পাশপাশি ১৭.৩০০ কিলোমিটার পাইপ লাইন পাতা হয়েছে। এছাড়াও ২ লক্ষ ৫০ হাজার লিটার একটি সুউচ্চ জলাধার নির্মান করা হয়েছে। প্রকল্পটি শেষ হলে পাতিনান মৌজার ৯৫৬ টি পরিবার উপকৃত হবেন। বিধায়ক সুকান্ত পাল জানান আগামী একমাসের মধ্যে প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে।