উদয়নারায়নপুরে বাঘরোল বাঁচানোর শপথ
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উদয়নারায়নপুর- পৃথিবীতে বাঘরোল বাঁচানো অত্যন্ত প্রয়োজন। আর এই বাঘরোলকে বাঁচাত সারা পৃথিবী জুড়ে পালিত হচ্ছে “ ফিশিং ক্যাট ফেব্রয়ারি “-। আর বাঘরোল নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতন বৃদ্ধি করতে রবিবার নেতাজী সাধারন পাঠাগার এবং দি ফিশিং ক্যাট প্রোজেক্ট ফিউটার ফর নেচার ফাউন্ডেশনের উদ্যোগে উদয়নারায়নপুরে বলাইচক রাজা রামমোহন বিদ্যাপীঠে একটি সচেতনতামুলক অনুষ্ঠানের আয়োজন করা হল।
এদিনের এই অনুষ্ঠানে ছাদ্রছাত্রীদের মধ্যে বসো আঁকো প্রতিযোগিতা , তথ্য চিত্র প্রদর্শনী ও আলোচনা শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ১৫১ জন ছাত্রছাত্রী অংশ নেয়। এদিনের এই আলোচনা শিবিরে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ জীব বৈচিত্র্য পর্ষদের হুগলী জেলা কো-অর্ডিনেটর মানিক পাল, নেতাজী সাধারন পাঠাগারের সাধারন সম্পাদক অমিয় কুমার মাজী। এদিনের এই অনুষ্ঠানে স্লাইড শো ও তথ্যচিত্রের মাধ্যমে ছাত্রছাত্রীদের সামনে বাঘরোল ও জলাভূমির সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেন সংস্থার সম্পাদক শুভ্রদীপ ঘোষ। অনুষ্ঠানের শেষে বাঘরোল বাঁচানোর শপথ নেওয়া হয়।