রূপনারায়নে নৌকাডুবি এখনোও নিখোঁজ ৪

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, জয়পুর- বৃহস্পতিবার রূপনারায়ন নদীতে নৌকা ডুবির পর রাতে তল্লাশির পর শুক্রবার সকালে উদ্ধার হল নিখোঁজ থাকা সুনন্দা ঘোষের মৃতদেহ। সূত্রের খবর নৌকাডুবির ঘটনাস্থল থেকে ১০০ মিটারের মধ্যেই মৎস্যজীবীদের জাল থেকে মৃতদেহটি উদ্ধার হয়। যদিও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আরও চার নিখোঁজের খোঁজ পাওয়া যায়নি। এদিকে নৌকার অভিযুক্ত মাঝি রবীন পাত্রকে বাগনান থানার পুলিশ শুক্রবার গ্রেফতার করে। ধৃতকে এদিন উলুবেড়িয়া আদালতে তোলা হয়।

    শুক্রবার সকাল থেকেই পুনরায় হাওড়ার দিক থেকে এনডিআরএফ, কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, সিভিল ডিফেন্স নদীতে তল্লাশি শুরু করে। এছাড়া পশ্চিম মেদিনীপুরের প্রান্ত থেকেও এসডিআরএফ এর একটি টিম তল্লাশি করে। কিন্তু কোথাও নিখোঁজ কারো খোঁজ পাওয়া যায়নি। অন্যদিকে এদিন সকালেই ঘটনাস্থলে আসেন হাওড়া গ্রামীণ পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া, অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার প্রমুখ, অতিরিক্ত জেলা শাসক ভূমি ও ভূমি সংস্কার জিতীন যাদব, উলবেড়িয়ার মহকুমা শাসক মানস মন্ডল প্রমুখ।

প্রসঙ্গত বৃহস্পতিবার হাওড়ার বেলগাছিয়া এলাকা থেকে জনা ১৩ ব্যক্তি বেড়াতে এসেছিলেন পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার দুধকোমরা এলাকার ত্রিবেনী পার্কে। হাওড়ার বাগনান থানার মানকুরে তারা গাড়ি রেখে একটি কার্যত ডিঙ্গি নৌকায় করে রূপনারায়ণ নদ পেরিয়ে দুধকোমরা গিয়েছিলেন। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন মানকুর এলাকার ও আরো পাঁচজন। মোট ১৮ জন ছিলেন। যাওয়ার সময় দুদফায় তাদের নিয়ে গিয়েছিলেন নৌকার মাঝি। কিন্তু ফিরে আসার সময় একবারেই ১৮ জনকে তিনি নিয়ে আসছিলেন। সেই সময়ই নৌকা ডুবি হয়। স্থানীয় ব্যক্তিরা ১৩ জনকে উদ্ধার করতে পারলেও পাঁচজন নিখোঁজ ছিলেন। এরমধ্যে চারজন বেলগাছিয়া এলাকার এবং একজন মানকুর এলাকার বাসিন্দা।

                 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *