উলুবেড়িয়ার বাইপাস রাস্তার কাজের সূচনা করলেন মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি,হাওড়া নিউজ ২৪,উলুবেড়িয়া- উলুবেড়িয়া শহরের যানজটের সমস্যা দূর করতে কয়েকবছর আগে একটি বাইপাস রাস্তা তৈরীর পরিকল্পনা করা হয়। আর দীর্ঘ প্রতিক্ষার অবসানে বুধবার বিকেলে সাঁতরাগাছি থেকে এই বাইপাস রাস্তার কাজের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। প্রশাসন সূত্রে খবর উলুবেড়িয়া গঙ্গারামপুর মোড় থেকে জেটিঘাট পর্যন্ত ৩.৬৫ কিলোমিটার এই বাইপাস রাস্তাটি নির্মান ছাড়াও মেদিনীপুর পূর্ব ক্যানেলের উপর ২ টি ঢালাই সেতু ও ৮টি কালাভার্ট ও নির্মান করা হবে।
প্রশাসন সূত্রে খবর বাইপাস রাস্তাটি নির্মান করতে ব্যায় হবে ৩৭.১০ কোটি টাকা। রাস্তাটি তৈরী করবে পূর্ত দপ্তর। সেইমত রাস্তার নকশা তৈরী করা হয়। অর্থ বরাদ্দ করা হয়। রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় জানান উলুবেড়িয়াকে একাধিক জিনিষের পর এবার বাইপাস উপহার দেওয়ায় আমরা মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই।