বিশ্ব জলাভূমি দিবস উদযাপন
নিজস্ব প্রতিনিধি,হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- আজ বিশ্ব জলাভূমি দিবস। জলাভূমি নিজেই একটা বাস্তুতন্ত্র। জীব বৈচিত্র্যের জন্য ভীষন গুরুত্বপূর্ন এই জলাভূমি। আর বিশ্ব জলাভূমি দিবসে উলুবেড়িয়ার আনন্দ ভবন ডেফ এন্ড ব্লাইন্ড স্কুলের ছাত্রছাত্রীদের কাছে জলাভূমি বাঁচানোর বার্তা দিল ভারত সরকারের সেন্ট্রাল ন্যাশানাল হারবেরিয়াম, বটানিক সার্ভে অফ ইন্ডিয়া। এদিন বটানিক সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানী ডঃ আর কে গুপ্তা, বটানিস্ট সুদেষ্ণা দত্ত সহ অন্যান্যরা বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের কাছে এই বার্তা তুলে ধরে।
এদিন জলাভূমি রক্ষায় ছাত্রছাত্রীদের শপথ বাক্য পাঠ করান ন্যশানাল হারবেরিয়ামের বিজ্ঞানী সঞ্জয় কুমার। এদিন পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের পক্ষ থেকে বাগনান দামোদর নদীর তীরে দিনটি পালন করা হয়। আমতা আওড়াগাছি প্রাথমিক বিদ্যালয়েও দিনটি পালন করা হয়।