জয়পুরে রাস্তা সংস্কার ও বাসষ্ট্যান্ড নির্মান কাজের সূচনা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, জয়পুর- আমতা ব্রীজ থেকে ঝিখিরা বেতাই পর্যন্ত রাস্তা সংস্কার ও সম্প্রসারনের উদ্যোগ নিল পূর্ত দপ্তর। বৃহস্পতিবার বিকালে এই কাজের সূচনা করেন আমতার বিধায়ক সুকান্ত পাল। এদিন রাস্তার পাশাপাশি ঝিখিরা বাসষ্ট্যান্ডের কাজের ও সূচনা করেন বিধায়ক সুকান্ত পাল। পূর্ত দপ্তর সূত্রে খবর ১১.৭ কিলোমিটার রাস্তা সম্প্রসারন ও বাসস্ট্যান্ড নির্মানে ব্যায় হবে ১৫ কোটি ৭০ লক্ষ টাকা।
এদিন বিধায়ক সুকান্ত পাল জানান ১১.৭ কিলোমিটার এই রাস্তা শক্তিশালীভাবে নির্মান করা হবে। এরমধ্যে রাউতাড়া ব্রীজ থেকে হুগীলর সীমানা ঝিখিরা পর্যন্ত ১২০০ মিটার রাস্তার দুইদিকে ২ মিটার করে সম্প্রসারন করা হবে। বিধায়ক সুকান্ত পাল জানান জয়পুর এলাকায় ৩টি রুটের বাস চলাচল করে। সেইসব বাস রাখার জন্য ১০০ মিটার লম্বা বাসষ্ট্যান্ড ও নির্মান করা হবে। আগামী ৬ মাসের মধ্যে এই কাজ শেষ হবে বলে জানান আমতার বিধায়ক সুকান্ত পাল।