বাগনান থেকে আহত বাঘরোল উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- গাড়ির ধাক্কায় আহত হওয়া একটি বাঘরোল উদ্ধার করল বন দপ্তরের কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার রাতে বাগনান লাইব্রেরী মোড় এলাকায় একটি বাস রাস্তা পারাপারের সময় একটি বাঘরোলকে ধাক্কা মারে। দুর্ঘটনার পর বাঘরোলটি কোনরকমে রাস্তার পাশে একটি ঝোপে ঢুকে পড়ে। খালোড়ের বাসিন্দা শুভঙ্কর মাইতি বিষয়টি বন্যপ্রান সংরক্ষনকারী চিত্রক প্রামানিককে জানান। এরপরেই চিত্রক, সুমন্ত দাস, ইমন ধাড়া, রঘুনাথ মান্না দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
উদ্ধারকারীরা বাঘরোলটিকে একটি খাঁচায় বন্দী করে। পরে তারা বন দপ্তরে খবর দিলে বন দপ্তরের কর্মীরা বাঘরোলটিকে উদ্ধার করে নিয়ে যায়। চিত্রক জানান প্রায়দিন হাওড়ার বিভিন্ন জায়গায় গাড়ির ধাক্কায় প্রান যাচ্ছে বাঘরোলের। বাঘরোল সংরক্ষনের জন্য “ফিশিং ক্যাট স্যাংচুয়ারি প্রয়োজন বলে জানান চিত্রক প্রামানিক।